18 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ২৬৯

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ২৬৯


বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ২৬৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৪৩ জন নগরের ও ২৬ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন। বুধবার (২৪ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১ হাজার ৩৬৯ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৫২৩ জনের নমুনা পরীক্ষায় ৮২ জন,  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ২২ জনের নমুনা পরীক্ষায় ২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৬ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩২১ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জন এবং চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৫ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ২৬৯ জন বেড়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৯২জন। যার মধ্যে ৩০ হাজার ৩৫৮ জন নগরের ও ৭ হাজার ৯৩৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। একই সঙ্গে চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮৩ জন। এর মধ্যে ২৮১ জন নগরের ও ১০২ জন উপজেলার বাসিন্দা।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ