22 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বয়ফ্রেন্ড খুঁজছেন পরীমনি

বয়ফ্রেন্ড খুঁজছেন পরীমনি

'পরীমনির বিরুদ্ধে মাদক মামলা চলবে'

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি জরুরি ভিত্তিতে বয়ফ্রেন্ড খুঁজছেন। এই ঘোষণা তিনি নিজেই দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

২২ মার্চ পরীমনি তার ফেসবুক টাইমলাইনে লেখেন, ‘Need a Boyfriend badly! Jar sathey aramse ettu Talli howya jay *** eha ekti jotil serious post!’

পরীমনির এমন পোস্টে তার ভক্তরা বেশ মজার মজার কমেন্টও করেছেন। রিফাত কবির নামের একজন কমেন্ট করেছেন, এই আশা যেন খুব জলদি পূরণ হয়ে যায়।

চিত্রনায়িকা বিপাশা কবির লিখেছেন, বয়ফ্রেন্ড নয়, গার্লফ্রেন্ড দরকার হলে তিনি তার বন্ধু হতে রাজি আছেন।

বর্তমানে কলকাতায় রয়েছেন পরীমনি। পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ছবিটি স্বাধীনতা দিবসে মুক্তি পাবে। এর বাইরে ‘মুখোশ’সহ বেশ কিছু সিনেমায় কাজ করছেন পরীমনি। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানের জন্য মনোনীত হয়েছে ‘মুখোশ’। এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হবে শুভর।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ