33 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - এপ্রিল ৯, ২০২৫
Bnanews24.com
Home » বইমেলা: ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে শতাধিক বই প্রকাশ  

বইমেলা: ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে শতাধিক বই প্রকাশ  

জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে শতাধিক বই প্রকাশ  

ঢাকা :  ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ দুঃশাসনের সমাপ্তি হয়। বহু তাজা প্রাণ ও অঙ্গহানি  এবং রক্তের বিনিময়ে সফল হয় এ অভ্যুত্থান। অভ্যুত্থান পরবর্তী এর স্মৃতিচারণ ও জুলাইকে উপজীব্য করে কবিতা ও গল্প রচনা করছেন কবি-লেখকরা, তুলে ধরেছেন পতিত স্বৈারাচার সরকারের ভয়াবহ নির্মমতা গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ।

রাজধানীতে চলমান বইমেলায় বাংলা একাডেমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল ও বিভিন্ন প্রকাশনীর তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মেলায় এখন পর্যন্ত বই এসেছে ১০০টি। অভ্যুত্থান নিয়ে নন-ফিকশন বই প্রকাশ হয়েছে বেশি। এছাড়া জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে গল্প ও কাব্যগ্রন্থ রচিত হয়েছে। জুলাই অভ্যুত্থান নিয়ে জানার আগ্রহ পাঠকদের মধ্যে বেশি দেখা যাচ্ছে এবার।’

জুলাই নিয়ে এবারের মেলায় কাব্যগ্রন্থ রচনা করেছেন পলিয়ার ওয়াহিদ। তার কাব্যগ্রন্থের নাম ‘গুলি ও গাদ্দার’। ঘাসফুল প্রকাশনী থেকে বের হয়েছে বইটি। তিনি বলেন, ‘বইতে মোট ৪৫ টি কবিতা আছে। জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে কবিতাগুলো রচিত।’

প্রথমা প্রকাশনী থেকে এবার জুলাই গলঅভ্যুত্থান নিয়ে বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

ঐতিহ্য থেকে প্রকাশিত ফারজানা মাহবুব এর লেখা ‘হ্যাশট্যাগ জুলাই বিপ্লব’ ও অভ্যুত্থানের গল্প নিয়ে সাব্বির জাদিদের লেখা গল্পগ্রন্থ ‘একটি গোলাপের জন্য’ বিক্রয় বেশি হচ্ছে।’

গণঅভ্যুত্থান নিয়ে কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন তরুণ কবি জয়েন উদ্দিন সরকার তন্ময়। তার কাব্যগ্রন্থের নাম ‘জুলাই ও একটি লাল মাশরিক’। তিনি বলেন, ‘জুলাইকে উপজীব্য করে এই গ্রন্থের সকল কবিতা রচনা করেছি। মোট ৭০ টি কবিতা এই গ্রন্থে রয়েছে।’

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মেলায় প্রকাশিত হয়েছে বরেণ্য লেখক, গবেষক, ইতিহাসবিদ বদরুদ্দীন উমরের লেখা ‘বাঙলাদেশে জুলাই এর গণঅভ্যুত্থান’। বইটি প্রকাশ করেছে সংস্কৃতি প্রকাশন। বইটি প্রথম সংস্করণ বিক্রি শেষ হয়ে গেছে।

প্রথমা প্রকাশনী থেকে গণঅভ্যুত্থান নিয়ে যেসব বই বেরিয়েছে – জুলাই গণ-অভ্যুত্থানের সাক্ষ্য, লাল জুলাই: চব্বিশের গণঅভ্যুত্থানের পথ-পরিক্রমা, আমিই রাষ্ট্র, শেখ হাসিনার পতনকাল, ছাত্র-জনতার অভ্যুত্থান নতুন পথে বাংলাদেশ, স্বৈরতন্ত্র প্রতিরোধের পথ: রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধন, সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান।

ঐতিহ্য থেকে বেরিয়েছে- জুলাইয়ের অশেষ পাখিরা, আত্মনিবেদন : চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবন দিলেন যারা, বিদ্রোহ থেকে বিপ্লব নিরাপদ সড়ক আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থান, হ্যাশট্যাগ জুলাই বিপ্লব, একটি গোলাপের জন্য।

বাতিঘর প্রকাশনী থেকে বেরিয়েছে- জুলাইর গল্প, লাল বসন্তের দিনলিপি। ঘাসফুল থেকে বেরিয়েছে- গুলি ও গাদ্দার, মাস্তুলের ঝড়, দোয়েল পাখি।

মিজান পাবলিশার্স থেকে বেরিয়েছে- হৃদয়ে জুলাই ৩৬, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলন অন্তর্বর্তী সরকার। জ্ঞানকোষ থেকে বেরিয়েছে- ট্রেন টু ঢাকা, নতুন দিগন্তে জেগেছ ভোর।

আরও যেসকল গণঅভ্যুত্থানের বই বেরিয়েছে- বাকশাল থেকে স্বৈরাচার, ভয়তন্ত্র, ২৪ এর গণঅভ্যুত্থান: স্মৃতিচারণ ও ইতিহাস, হোয়াট ডু, দ্রোহের জাগরণে জুলাই, রক্তে লেখা বিপ্লব।

ছাত্র-জনতার অভ্যুত্থান: অন্তর্বর্তী ভাবনা, ৩৬ জুলাই: ছাত্র জনতার বিজয় ফ্যাসিবাদের পতন, ফ্যাসিস্ট হাসিনা, চব্বিশের গণঅভ্যুত্থান, চব্বিশের বাংলাদেশ, আয়নাঘর, কারফিউ দিনের কবিতা, রক্তাক্ত জুলাই ২০২৪, জুলাই বিপ্লবের সাত শহীদ, লাল জুলাইয়ের গল্প।

লাল অশ্রু, জুলাই ৩৬-এর বিপ্লব (প্রথম খণ্ড ও দ্বিতীয় খন্ড), দেশ কাঁপানো ২৩ দিন, দ্যা এপিক ফল অব ডিকটেটর শেখ হাসিনা, কোটা সংস্কার আন্দোলন থেকে ২৪’র গণ-অভ্যুত্থান, স্বাধীনতার অভ্যুত্থান, গণঅভ্যুত্থানের পুঁথি, ৩৬ জুলাই ২০২৪, ১ থেকে ৩৬ জুলাইয়ের দিনলিপি, ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪, আমি বিজয় দেখেছি ৩৬ জুলাই, ৩৬ জুলাই, রক্তঝরা জুলাই, গণঅভ্যুত্থানের পুঁথি, আমি কে? তুমি কে? রাজাকার রাজাকার, রক্তে ভেজা বাংলাদেশ।

৩৬ শে জুলাই, নিপাতের দিনলিপি, রক্তাক্ত জুলাই, হালচাল (ম্যাগাজিন), শ্রাবণের গল্প, মৃত্যুর মানচিত্র, আমার দেখা স্বাধীনতা,ফ্যাসিবাদ,জুলাই আগস্ট বিপ্লবের আদ্যোপান্ত, স্বৈরাচার হাসিনার ১৬ বছর, জুলাইয়ের দিনগুলো, জুলাই জেনোসাইড।

নানা-নাতনী, এ দেশ তোমার আমার, কোলাহল শেষে, প্রিয় ভূমি, ১০০ শহীদের গল্প, জুলাই বিপ্লব, বোধের অভ্যুত্থান, রক্তাক্ত ৩৬ জুলাই, গ্রাফিতি, গুমের জননী,নির্বাচিত সম্পাদকীয়, জুলাই ডায়েরি, জুলাই ও একটি লাল মাশরিক, ৩৬ জুলাই, মিহির,চেতনার চিত্রপট, বাংলাদেশে ম্যাসাকার,অমৃত রক্ত, রক্তে ঝরা ২৪, ৩৬ জুলাই, রক্তের প্লাবনে আর্তনাদ, গণহত্যা ও বাকস্বাধীনতা, গণরুমের প্রেমবিলাস, আমার নতুন বাংলাদেশ, দূর নক্ষত্র, দুর্নীতি মুক্ত দেশ, রক্তাক্ত দলিল, ২৪ এর বিপ্লবী কবিতা, জেন-জি, অধীকার, গণতন্ত্র মুক্তি পাক, কারফিউ ডায়েরি, আজাদী, ভূতের বাচ্চা, ২ পাতার আভাস, কালের ধ্বনি,নোয়াখালীর দাঙ্গা।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ