বিএনএ ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা কাছে এক স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৫)কে দুর্বৃত্তরা গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তির বাড়ি নোয়াখালী বেগমগঞ্জের মো. সিরাজুল ইসলামের ছেলে
সূত্র জানায়,গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক চিকিৎসা চলছে।
স্থানীয় লোকজনদের মাধ্যমে জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বনশ্রীতে জুয়েলারির দোকান রয়েছে। তিনি দোকান বন্ধ করে একাই বাসায় ফিরছিলেন। এসময় পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আনোয়ার হোসেনের পথরোধ করেন। রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে২০ নম্বর বাসার সামনে টার্গেট করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা স্বর্ণ নিতে টানাহেঁচড়া করে। এক পর্যায়ে স্বর্ণ না দিতে চাইলে তারা ব্যবসায়ীকে গুলি করে। এক পর্যায়ে স্বর্ণ ও টাকা নিয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। তাদের মধ্য থেকে লাল হেলমেট পরা এক ব্যক্তি ওই ব্যবসায়ীকে তিন রাউন্ড গুলি চালায়। ভুক্তভোগী আনোয়ার হোসেনের দুই পায়ে দুটি ও পিঠে একটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত,আহত ব্যবসায়ীর কাছে থাকা ২০০ ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে ছিল সাতজন। সবার মাথায় ছিল হেলমেট। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে। গুলির পর দুর্বৃত্তদের বাকি সদস্যরা স্থান ত্যাগ করার পরামর্শ দেয়। আহত ব্যবসায়ী আনোয়ার হোসেন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন মুজিবুর রহমান নামেরা প্রতিবেশী। তিনি জানান, ।
বিএনএনিউজ / আজিজুল/ আরএস