26 C
আবহাওয়া
১:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ রোহিঙ্গা শিশুর মৃত্যু

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ রোহিঙ্গা শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা:নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিন বছর বয়সী এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়  গণমাধ্যমকে   বিষয়টি নিশ্চিত করেন

নিহত শিশুর নাম রাসেল। সে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১নং ক্লাস্টারের বাসিন্দা আজিজুল হকের সন্তান।

উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, ‘ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চার শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে রাসেল নামের এক শিশু মারা গেছে।’

উল্লেখ্য, সকালে ক্যাম্পের ৮১ নং ক্লাস্টারের আব্দুর শুকুরের কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ হয়। এতে ৫ শিশুসহ ৯ জন আহত হন। পরে অন্য ক্লাস্টারের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রথমে ৯ অগ্নিদগ্ধকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ