22 C
আবহাওয়া
১২:০১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনে পুতিনের সেনা অভিযানের নির্দেশ

ইউক্রেনে পুতিনের সেনা অভিযানের নির্দেশ

রাশিয়া

বিএনএ বিশ্ব ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দিয়েছেন। ওই ঘোষণার পরপরই ইউক্রেনের রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর-বিবিসি

বৃহস্পতিবারে (২৪ ফেব্রুয়ারি) সকালে টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। যেকোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে বলেও সতর্ক করেন তিনি।

পুতিন আরও বলেন, ইউক্রেন আর রুশ বাহিনীর মধ্যে সংঘাত স্রেফ সময়ের ব্যাপার।

এদিকে পুতিনের এ ঘোষণার পর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী কিয়েভ ছাড়াও ক্রামাতোরস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেছেন।

ইউক্রেন

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারাকিভ, দক্ষিণের ওডেসায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ