বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।র্যাগ দেয়াকে কেন্দ্র করে বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সামনে এ ঘটনা ঘটে।এ সময় দুই গ্রুপের কর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৬-৭ জনের মতো আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বিবদমান গ্রুপ দুটি হচ্ছে, সিক্সটি নাইন ও এপিটাফ। গ্রুপ দুটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এপিটাপ গ্রুপ সিক্সটি নাইন গ্রুপের ২০২০-২১ সেশনের এক কর্মীকে র্যাগ দেয়ার জেরে ঘটনার সূত্রপাত। পরে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা সূর্যসেন হলের এপিটাফের কর্মীদের আক্রমণ করলে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিএনএ/ওজি