বিএনএ ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে আটজন শ্রমিক নিহত হয়েছে।শুক্রবার সকালে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় অবস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি বলেন, ‘ভান্ডারার অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যেখানে আটজন নিহত এবং সাতজন আহত হওয়ার প্রাথমিক তথ্য পেয়েছি। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করুন।’
এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিস জানান, শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও প্রয়োজনে চিকিৎসা সহায়তার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনএ/ ওজি/এইচমুন্নী