19 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে বনভোজনের বাস খাদে, নিহত ১, আহত ১৫

মিরসরাইয়ে বনভোজনের বাস খাদে, নিহত ১, আহত ১৫


বিএনএ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে পিকনিকের গাড়ি খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে মিরসরাই উপজেলা মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।

আহতরা সবাই নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পরিদর্শনের উদ্দেশে যাচ্ছিলেন তারা।

স্থানীয়রা জানায়, শিক্ষা সফরে তুলারাম কলেজের শিক্ষার্থীরা চট্টগ্রামের দর্শনীয় স্থানের উদ্দেশে বের হলে পথিমধ্যে ঢাকা-চট্টগ্রামের মিঠাছরা পার হওয়ার সময় এক লোককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশে একটি গাছসহ খাদে আছড়ে পড়ে। এতে লোকটি ঘটনাস্থলেই মারা যায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, বনভোজনের একটি বাস খাদে পড়ে গেলে একজন নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ