27 C
আবহাওয়া
৩:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » খেলাধুলা সামাজিক অবক্ষয় রোধ  করে-রেলপথ মন্ত্রী

খেলাধুলা সামাজিক অবক্ষয় রোধ  করে-রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম

চট্টগ্রাম: রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক হতে দূরে রাখাসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া, খেলাধুলা মানুষের শরীর গঠনে সহায়তা করে, মন প্রফুল্ল রাখে এবং মানসিক প্রশান্তি বয়ে আনে।

মন্ত্রী বুধবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম পলোগ্রাউন্ডে বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড আয়োজিত ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ধ্বংসপ্রাপ্ত রেলকে আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থায় উন্নীত করেছেন

মোঃ জিল্লুল হাকিম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের ছাটাই করে রেলকে ধ্বংস করেছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধ্বংসপ্রাপ্ত রেলকে আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থায় উন্নীত করেছেন। রেলওয়ের ব্যাপক উন্নয়নের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন।

রেলকে লাভজনক করতে সকলের সহযোগিতা কামনা

পরে মন্ত্রী জিল্লুল হাকিম রেলওয়ে রেস্ট হাউজে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ করেন এবং রেলকে আরও আধুনিক, জনবান্ধব এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিএনএ, এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ