17 C
আবহাওয়া
১১:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বুয়েটকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হকির ফাইনালে চবি

বুয়েটকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হকির ফাইনালে চবি

বুয়েটকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হকির ফাইনালে চবি

বিএনএ, চবিঃ আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টের সেমিফাইনালে বুয়েটকে ৫ঃ০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা ৪ ভাগে অনুষ্ঠিত হয়। এর প্রথমভাগে গোলশূন্য ড্র হলেও পরের তিনভাগে ৫টি গোল করে বুয়েট হারিয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করে চবি। খেলায় দলের পক্ষে সর্বোচ্চ ২টি গোল করে ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মোঃ বায়েজিদ এছাড়া দলের পক্ষে ১টি করে গোল করে ইমদাদ, সাদী এবং মিনহাজ।

ফাইনালে উঠার অনুভূতি প্রকাশ করে দলের সর্বোচ্চ গোলদাতা মোঃ বায়েজিদ বলেন, আমি চবি হকি টিমের সাথে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছি। এতে প্রথমবারেই ফাইনালে উঠতে পেরেছি অনেক ভালো লাগছে। আশাকরি ফাইনালে জয়লাভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবো।

দলের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা মোহাম্মদ আনিসুল হক বলেন, আমরা ৫ঃ০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছি। যেহেতু কুবিকে হারিয়ে আমরা সেমিতে উঠেছিলাম। তাই আমি ফাইনালে তাদের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী।

প্রসঙ্গত এর আগে কুবিকে ২ঃ১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিতে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিএনএ/ সুমন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ