17 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বুধবার পর্যন্ত বৃষ্টি হবে, এরপর জেঁকে বসবে শীত

বুধবার পর্যন্ত বৃষ্টি হবে, এরপর জেঁকে বসবে শীত

বুধবার পর্যন্ত বৃষ্টি হবে, এরপর জেঁকে বসবে শীত

বিএনএ ডেস্ক: রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২৪ জানুয়ারি) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় দিনভর সূর্যের দেখা মেলেনি। ফলে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে।

সেইসঙ্গে অসময়ে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন বিভিন্ন বিনোদন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান ও অফিস-আদালতগামী মানুষ।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টি কেটে গেলে আগামি বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা কমবে। তখন দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসবে শীত।

সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকা ও কুমারখালীতে। চট্টগ্রামে শূন্য দশমিক এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া, রংপুর, রাজারহাট, সিলেট, কক্সবাজার ও টাঙ্গাইলে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশাও পড়বে।

এছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে জানায় আবহাওয়া অধিদফতর।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ