29 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৮ জন সংক্রমিত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৮ জন সংক্রমিত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৮ জন সংক্রমিত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জন করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৩৩ জন এবং বাকী ৫ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁল ৩২ হাজার ৫৯৪ জনে।

রোববার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরীতে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা পাওয়া গেছে। সিভাসুতে ১৭ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা পাওয়া যায়নি। জেনারেল হাসপাতালের আরটিআরএলে ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৬৭ জন। এর মধ্যে নগরীতে ২৬৬ জন ও ১০১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ