22 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » টিকা নেয়া মানুষও করোনা ‘ছড়ায়’

টিকা নেয়া মানুষও করোনা ‘ছড়ায়’

টিকা

বিশ্ব ডেস্ক: করোনাভাইরাসের টিকা নেয়া মানুষের শরীর থেকেও কভিড-১৯ রোগটি ছড়িয়ে থাকতে পারে বলে সতর্ক করেছে ইংল্যান্ড। দেশটির ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ভ্যান-ট্যাম সানডে টেলিগ্রাফে লেখা একটি কলামে এমন তথ্য দিয়েছেন।

ভ্যান-ট্যাম বলছেন, টিকা নেয়ার পর করোনা ছড়ানোর প্রভাব কী হতে পারে, বিজ্ঞানীরা এখনো সেটি জানেন না।

তিনি লিখেছেন, টিকা আশা জাগালেও সংক্রমণের হার কমতে সময় লাগবে।

ভ্যাকসিন সাধারণত কোনো রোগকে প্রতিরোধ করে থাকে। সংশ্লিষ্ট রোগটিতে কেউ আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হন না। তার থেকেও কেউ সংক্রমিত হন না। অর্থাৎ ভাইরাসটি শরীরে ঢোকার পর দুর্বল হয়ে পড়ে।

করোনার বেশ কয়েকটি ভ্যাকসিন মানুষের শরীরে কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ একটি কাজের বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে। রোগটি অন্যকে সংক্রমিত করবে কি না, এ বিষয়ে নিশ্চিত কোনো গবেষণা এখনো হয়নি।

প্রফেসর ভ্যান-ট্যাম বলছেন, কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকরী নয়। তাই সুরক্ষার গ্যারান্টি নেই।

টিকা নেয়ার দুই থেকে তিন সপ্তাহের ভেতরও কেউ আক্রান্ত হয়ে থাকতে পারেন। বয়স্ক মানুষের শরীরে এটি ভালো কাজ করবে তিন সপ্তাহ পর।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ