21 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » মেরিন একাডেমির উন্নয়নে মাস্টার প্ল্যান হবে : নৌ-উপদেষ্টা সাখাওয়াত

মেরিন একাডেমির উন্নয়নে মাস্টার প্ল্যান হবে : নৌ-উপদেষ্টা সাখাওয়াত

মেরিন একাডেমির উন্নয়নে মাস্টার প্ল্যান হবে : নৌ-উপদেষ্টা সাখাওয়াত

বিএনএ, চট্টগ্রাম: মেরিন একাডেমির উন্নয়নে মাস্টার প্ল্যান হবে : নৌ-উপদেষ্টা সাখাওয়াত
মেরিন একাডেমির সার্বিক উন্নয়নে মাস্টার প্ল্যান হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের ৫৮তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (গ্র্যাজুয়েশন প্যারেড) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘এই একাডেমি অত্যন্ত মনোরম পরিবেশে স্থাপিত। মেরিন একাডেমির সার্বিক উন্নয়নে মাস্টার প্ল্যান হাতে নেওয়া হবে। এখানকার অনেক বিল্ডিং সংস্কার করতে হবে। এখানে আরও কিছু ডেভেলপমেন্ট প্রয়োজন। সবশেষে বাংলাদেশ মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের করা হবে।’

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘আমরা দেশি-বিদেশি শিপিং করপোরেশনগুলোর সঙ্গে কথা বলছি যাতে আমাদের মেরিনারদের কর্মসংস্থানের সুযোগ হয়। ইতিমধ্যে আমাদের মেরিনাররা বিভিন্ন দেশে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

একাডেমির বিভিন্ন পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘একাডেমির সিলেবাসও কিছুটা পরিবর্তন করতে হবে। একই সাথে সিলেকশন পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন করা হচ্ছে।’
এ সময় তিনি মেরিনারদের বিদেশে গিয়ে দেশের মান রেখে কাজ করার আহবান জানান।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুর বলেন, ‘মেরিন একাডেমি একটি আন্তর্জাতিকমানের ক্যাডেট প্রশিক্ষণ কেন্দ্র। এখানে হাতেকলমে মেরিনারদের প্রশিক্ষণ দেওয়া হয়।’

‘১৯৬২ সাল থেকে এখন পর্যন্ত ৫৩৬২ জন ক্যাডেট তৈরি হয়েছে এই মেরিন একাডেমিতে ৷ এখানকার মেরিনাররা দেশি-বিদেশি বিভিন্ন শিপিং করপোরেশনে কাজ করে প্রতিবছরে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অনুষ্ঠান শেষে ৫৮ ব্যাচের সর্বোচ্চ কৃতিত্বের জন্য মহামান্য রাষ্ট্রপতি পদক পরিয়ে দেওয়া হয় সিনিয়র ক্যাপ্টেন সালমানকে এবং ২য় সর্বোচ্চ নম্বর পেয়ে বাংলাদেশ সিটি করপোরেশন পদক পান সিনিয়র ক্যাপ্টেন জিসান।

এছাড়া ক্যাডেট ক্যাপ্টেন নুসরাত, সিনিয়র ক্যাপ্টেন মাহিরাকে বাংলাদেশ মেরিন একাডেমি পদক, সিনিয়র ক্যাডেট হৃদয় বাংলাদেশ সিটি করপোরেশন পদক, ইসমাইল শিপিং করপোরেশন পদক, তানভীর সিলভার ম্যাডেল ক্যাডেট ক্যাপ্টেন, অনিক নৌ পরিবহন মন্ত্রণালয়ের রোপ্যপদক অর্জন করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন বাহিনীর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ