30 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ঢামেক হাসপাতালে নারী চিকিৎসককে মারধর, আটক ১

ঢামেক হাসপাতালে নারী চিকিৎসককে মারধর, আটক ১


বিএনএ, ঢাকা:  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের এক নারী চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শম্পা আক্তার নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টা দিকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে।

ওই বিভাগের একজন চিকিৎসক জানান, গত রাতে ২০০ নম্বর ওয়ার্ডে ডিউটি করছিলেন মানার হাফিজ নামে নিউরো সার্জারি বিভাগে একজন নারী চিকিৎসক। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শম্পা নামে এক নারীর বোন। পরে চিকিৎসক মানার হাফিজের সঙ্গে সামান্য বিষয় নিয়ে শম্পার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে চিকিৎসকের গায়ে হাত তোলেন ওই নারী। পরে বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হয়। পরিচালক হাসপাতালে আসেন এবং রোগীর স্বজন শম্পাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢামেক হাসপাতালের একজন চিকিৎসককে রোগীর স্বজন মারধর করেছে, এমন অভিযোগে শম্পা নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আব্দুল আউয়াল লিটন শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে আটক ওই নারী শাহবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, আটক ওই নারীর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক জানান, গত ৩১ আগস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) ঢুকে চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এ সময় ইমরান মাশরাফি ও যুবায়ের নামের তিনজন চিকিৎসক আহত হয়। চার মাস পর ফের এ ধরনের ঘটনা ঘটল। ডাক্তাররা চিকিৎসা দেবে নাকি রোগীদের মারপিটের শিকার হবে? নারী চিকিৎসকের ওপর যে হামলা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন চিকিৎসকেরা।

এ দিকে স্বজনদের অভিযোগ আমাদের রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসকরা যেভাবে বলছেন আমরা  সেভাবেই কাজ করেছি । কিন্তু আমাদের রোগী মারা যাওয়ার কারণে চিকিৎসকদের কাছে ভালো-মন্দ জানতে চাইলে তারা রেগে যায়। এ নিয়ে তার সাথে তর্ক বিতর্ক হয়। শুধু খালি স্বজনদেরই দোষ, ডাক্তারদের কোন দোষ নেই। তারা তো রোগীকে ঠিকমতো দেখছে না, চিকিৎসাও দিচ্ছে না । সব দোষ কি শুধু স্বজনদেরই ? হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরা বাঁচার জন্য রোগীর স্বজনদের প্রতি অবিচার করল।

বিএনএ/ আজিজুল, ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ