16 C
আবহাওয়া
১১:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি’র শীতবস্ত্র বিতরণ

ছাগলনাইয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি’র শীতবস্ত্র বিতরণ

ছাগলনাইয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি‘র শীতবস্ত্র বিতরণ

বিএনএ,ফেনী(চট্টগ্রাম):ফেনীর ছাগলনাইয়ায় অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগাংডায়মন্ড সিটির উদ্যোগে ১হাজার ৩শ’ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট, পোর্টল্যান্ড গ্রুপের এমডি,  বিএনএনিউজ২৪ ডটকমের সম্পাদক লায়ন মিজানুর রহমান মজুমদার এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ এর ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ।বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবিএম নিজাম উদ্দিন।

এ সময় মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল (আজকের পত্রিকা), মোঃ নুরুজ্জামান সুমন (যুগান্তর), ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাস্টার, স্থানীয় ইউপি মেম্বার মামুনুল হক মামুন পাটোয়ারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লায়ন মিজানুর রহমান মজুমদার এমজেএফ জানান, ১হাজার ৩শ অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিএনএ/এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ