27 C
আবহাওয়া
৫:১৮ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » এবার হংকংয়ে নতুন করোনাভাইরাস

এবার হংকংয়ে নতুন করোনাভাইরাস

নতুন করোনাভাইরাস

বিএনএ, বিশ্বডেস্ক : এবার হংকংয়ে শনাক্ত হলো দ্রুত বিস্তার করতে সক্ষম নতুন ধরণের করোনাভাইরাস। সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফেরা দুই শিক্ষার্থীর শরীরে এই নতুন ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, হংকংয়ের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যুক্তরাজ্যফেরত দুই শিক্ষার্থীর শরীরে বুধবার ভাইরাসটির পরিবর্তিত রূপ শনাক্ত হয়েছে। করোনাভাইরাসের ব্রিটিশ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক। আগের চেয়ে এটি আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দেশের নাগরিকদের জন্য হংকং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ৭৫ লাখ ডোজ সংগ্রহ করছে। এর আগে চীনের সিনোভ্যাকের কাছ থেকে ৭৫ লাখ এবং ফোসান ফার্মা-বায়োএনটেকের কাছ থেকে ৭৫ লাখ ডোজের অর্ডার দেয় দেশটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ