বিএনএ,কক্সবাজার: বঙ্গোপসাগরের সেন্টমার্ন্টিনের অদূরে ছেঁড়াদ্বীপ উপকূল থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ একটি কাঠের ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে ইয়াবাসহ এটি জব্দ করা হয়। তবে সে সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফস্থ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লে. কমান্ডার আমিরুল সংবাদ মাধ্যমকে বলেন, কোস্টগার্ডের একটি টহল দল বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে একটি ট্রলার দেখতে পায়। এটির গতিপথ সন্দেহজনক হওয়ায় থামার জন্য সংকেত দেয়া হয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে চালিয়ে যেতে থাকে। পরে ছেঁড়াদ্বীপ উপকূলে এসে থামিয়ে লোকজন পালিয়ে যায়। কুয়াশা বেশি থাকায় পালিয়ে যাওয়া লোকজনকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।এ ঘটনায় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি