22 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনার নতুন ধরন নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার জরুরি বৈঠক

করোনার নতুন ধরন নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার জরুরি বৈঠক


বিএনএ, বিশ্ব ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন বা প্রজাতি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচ ও)।

বুধবার (২২ ডিসেম্বর) জরুরি এ বৈঠক ডাকা হয়। যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনার এই নতুন ধরনকে কীভাবে মোকাবিলা করা যায়, তার কৌশল আলোচনা করা হবে ডব্লিউএইচওর সদস্যদের এ বৈঠকে।

সংস্থাটির এক মুখপাত্র বলেন, তথ্য আদান-প্রধানের উদ্দেশ্যে এ আলোচনা ডাক দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ এক টুইট বার্তায় বলেন, করোনার এই নতুন ধরনের ভাইরাসের বিষয়ে তুলনামূলক আরো ভালো তথ্য না পাওয়া পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা আনা বুদ্ধিমানের কাজ।

করোনার নতুন ধরন নিয়ে ব্যাপক ভীতির বিরুদ্ধে সতর্ক করেছে ডব্লিউএইচও। সংস্থাটি বলেছে, এটি (নতুন ধরন) মহামারির বিবর্তনের একটি স্বাভাবিক অংশ। করোনার নতুন ধরন শনাক্ত করায় যুক্তরাজ্যের প্রশংসা করেছে ডব্লিউএইচও। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর অনেক দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ–নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে আটকা পড়েছে জরুরি পণ্যবাহী বহু গাড়ি।

এদিকে ফ্রান্সের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের দক্ষিনাঞ্চলে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন জমেছে বর্ডার এলাকায়।

ডাব্লিউ এইচ ও বারবার বলেছে, করোনার নতুন ধরনের ভাইরাসটি টিকার কার্যকারিতার উপরে প্রভাব ফেলতে পারে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

ডব্লিউএইচওর এক মুখপাত্র বলেছেন, তথ্য ভাগাভাগিতে সহায়তার উদ্দেশ্য নিয়ে বৈঠকটি সাজানো হয়েছে। সংস্থাটির ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ এ বিষয়ে একটি টুইট করেছেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র