24 C
আবহাওয়া
৩:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জার্মানির বিপক্ষে সমতায় ফিরলো জাপান

জার্মানির বিপক্ষে সমতায় ফিরলো জাপান

জাপান

স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা দল জার্মানির বিপক্ষে প্রথমার্ধে লড়াই করতে পারেনি জাপান। খেলার ৭৫ মিনিটের মাথায় এশিয়ার জায়ান্ট জাপানের বিপক্ষে গোলের সমতায় ফিরছে জাপান।

ম্যাচের শুরুতে চমক দিয়ে এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করেছিল জাপান। তবে সহজ অফসাইডের ফাঁদে তা বাতিল হয়ে যায়। এরপর লিড নেয় জার্মানি। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মিডফিল্ডার ইলকে গুন্ডোগান।

প্রথমার্ধের শেষ বাঁশির আগে জাপানের জালে আরও একটি গোল দিয়ে উদযাপন শুরু করে জার্মানি। তবে ওই গোল ভিএআর চেক করে অফসাইডের কারণে বাতিল করা হয়।

জার্মানির শুরুর একাদশ: ম্যানুয়েল নয়্যার, ডেভিড রাউম, শ্লোটারবেগ, রুডিগার, নিকালাস সুলে, গুন্ডোগান, কিমিখ, জামাল মুসাইলা, মুলার, জিনাব্রি, কাই হাভার্টেজ।

জাপানের শুরুর একাদশ: শুইচি গোন্ডা, নাগাতোমো, জশিদা, ইটাকুরা, সাকাই, এনডো, তানাকা, কুবো, কামাডা, আইটো, মাইদা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ