25 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ঢাবির হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবির হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে নিমন কুমার রায় (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পরপরই অন্যান্য শিক্ষার্থীরা নিমনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জগন্নাথ হলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সনজিৎ কুমার দত্ত বলেন, হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম লিমন কুমার রায়। হলের ছাদ থেকে কি ভাবে পড়লো তা তদন্ত করা হচ্ছে। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ