25 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, সাভার : ঢাকার সাভারে মাটি পুতে রাখা অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের কোন পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেটকা গ্রামের পরিত্যক্ত একটি মাঠ থেকে ওই যুবককের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ জাহিদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে নুরুল ইসলাম নামে এক কৃষক তার ক্ষেতের আগাছা পরিষ্কার করার সময় পাশের একটি পরিত্যক্ত খালি জমিতে মাটিতে পুতে রাখা মানুষের পা দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে মাটি খুড়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ জাহিদুর রহমান জানান, খবর পেয়ে দক্ষিণ মেটকা গ্রামের পরিত্যক্ত একটি মাঠ থেকে মাটি খুঁড়ে এক যুবককের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/ ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ