25 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

বান্দরবানে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

বান্দরবানে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

বিএনএ, বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়িতে তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উথোয়াইনু মারমা নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা । এসময় এক গৃহবধূও গুলিবিদ্ধ হন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে ।

নিহত উ থোয়াই নু মারমা (৪২)তালুকদারপাড়ার বাসিন্দার এবং তারাছা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, বান্দরবান জেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে এবং রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ আরও জানায়, ছোট ভাইয়ের বাসায় রাতের খাবার খাওয়ার সময় অতর্কিতে সন্ত্রাসীরা ওই ঘর ঘেরাও করে উ থোয়াই নু মারমাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। তখন সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ক্রা থুই চিং মারমা নামে এক গৃহবধূও গুলিবিদ্ধ হয়। রাত সাড়ে ৮ টার দিকে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ