বিএনএ, সাতকানিয়া: সাতকানিয়া পৌরসদরে জেলা প্রশাসনের মালিকানাধীন দেওয়ানহাট বাজারে অনুমতি ছাড়া শেড নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার(২৩ অক্টোবর ২০২৩) সকালে ইউনিয়ন ভূমি কর্মকর্তা গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নির্মাণ কাজ বন্ধ করে দেন।
জানা গেছে, প্রশাসনের কোন অনুমতি না নিয়ে বাজারের উত্তরাংশের খোলা জায়গাজুড়ে বিশাল শেড নির্মাণ হচ্ছে পৌর কর্তৃপক্ষের তদারকিতে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, এটি পৌরসভার কাজ নয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে একটি প্রকল্পের মাধ্যমে এটি নির্মাণ করা হচ্ছে।

পৌর সচিব রেজাউল করিম বলেন, দেশের ১৫টি পৌরসভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে এটি বাস্তবায়িত হচ্ছে। এখানে পৌরসভার কোন সংশ্লিষ্টতা নেই।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এটা সরাসরি ঢাকা থেকে পৌর মেয়রদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এসব বিষয়ে জানা নেই।
এসএমএনকে, এসজিএন