29 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫

ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫


বিএনএ, ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ  ১৫ জন নিহত হয়েছে। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।সোমবার(২৩ অক্টোবর)  বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেল স্টেশনের আওটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলিম হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা  জানায়, ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে এখন ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেক মরদেহ চাপা পড়ে আছে।

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের  জটিলতার কারণে এমন ঘটেছে।

বিএনএ নিউজ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ