24 C
আবহাওয়া
৭:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় জাতীয় পার্টির আলোচনা সভা ও র‌্যালী

ছাগলনাইয়ায় জাতীয় পার্টির আলোচনা সভা ও র‌্যালী

ছাগলনাইয়ায় জাতীয় পার্টির আলোচনা সভা ও র‌্যালী

বিএনএ, ফেনীঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী -৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, প্রশাসনিক বাধার কারণে উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা সঠিক ভাবে কাজ করতে পারছে না। তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারছে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যেভাবে উপজেলা পদ্ধতি বাস্তবায়ন করেছিলেন এখন আর সেভাবে চলছে না উপজেলা পরিষদ।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনের উপজেলা দিবস উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে উপজেলা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ছাগলনাইয়া পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় পার্টির র‌্যালী

তিনি বলেন, গণমানুষের আস্থা নিয়ে জাতীয় পার্টি পল্লীবন্ধুর স্বপ্নের পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ বাস্তবায়ন করবে।পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন, আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি উপজেলা পরিষদ সৃষ্টি করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন।শহরের সকল সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দেয়ার কাজ শুরু করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

দেশের মানুষ জাতীয় পার্টিকেই চায়, আগামী দিনে জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে।পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে চিরজীবী হয়ে থাকবে।

ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান পাটোয়ারী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোক্তার হোসেন মজুমদারের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির।

বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাহরিয়ার ইকবাল রিয়াদ, মানু মিয়া পাটোয়ারী, জেলা মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন,জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফয়েজ আহমেদ মিয়াজী ছুট্রু মিয়া,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলা উদ্দিন মজুমদার লিটন,পৌর জাতীয় পার্টির সভাপতি ডাঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আজিজুল হক মজুমদার খোকা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক সুমন, সাংগঠনিক সম্পাদক রায়হান পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক চৌধুরী ও উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ফজলুল হক মিন্টু প্রমূখ।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ