18 C
আবহাওয়া
১:৩৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশে আঘাত হানবে সুপার ঘূর্ণিঝড় সিত্রাং !

বাংলাদেশে আঘাত হানবে সুপার ঘূর্ণিঝড় সিত্রাং !


বিএনএ, ঢাকা: ১০০ থেকে ১৫০ কিলোমিটার গতিবেগে বাংলাদেশ ও  ভারতের পশ্চিমবঙ্গে  আঘাত হানতে পারে ঘুর্নিঝড় ‘সিত্রাং’। এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। ২৫ অক্টোবর  সিত্রাং বাংলাদেশ উপকূলের তিনকোনা কোস্ট(খুলনার দক্ষিণে) এবং সন্দীপের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে। সুপার সাইক্লোন খ্যাত এই ঝড়ের নামকরণ করেছে  থাইল্যান্ড। ভিয়েতনামীয় ভাষায় সিত্রাং শব্দের অর্থ ‘পাতা’ ।বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাগর উত্তাল রয়েছে। সমুদ্র উপকূলীয় জেলা সমূহের চরসমূহ  ৪ থেকে ৬ ফুট জল্লোচ্চাস হওয়ার সম্ভবনা রয়েছে।

‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যাওয়ার পর সমুদ্রের তাপ বাড়ছে। যা বঙ্গোপসাগরের ওপর সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বাড়াচ্ছে। ফলে দেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

সিত্রাং ২০১৮ সালের পর অক্টোবরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রথম ঘূর্ণিঝড়। এর আগে অক্টোবরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সর্বশেষ ঘূর্ণিঝড়টি ছিল ‘তিতলি’।গত ১৩১ বছরে, অক্টোবরে বঙ্গোপসাগরে ৬১টি ঝড় উঠেছে। পূর্ব উপকূল, বিশেষ করে ওড়িশা, ১৯৯৯ সালের সুপার সাইক্লোন-সহ অক্টোবরে অনেকগুলো তীব্র ঝড়ের মুখোমুখি হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ