26 C
আবহাওয়া
১২:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে গোপন বৈঠক থেকে জামায়াতের ১৯ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে গোপন বৈঠক থেকে জামায়াতের ১৯ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) বিকালে নগরীর চরপাড়া সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেখান থেকে জামায়াতের নেতারা চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গিয়ে গোপন বৈঠক করছিল। পরে পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ