15 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » উত্তরখণ্ডে ১১ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

উত্তরখণ্ডে ১১ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

উত্তরখণ্ডে ১১ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

বিএনএ, বিশ্বডেস্ক : তুষারধসে ভারতের উত্তরাখণ্ডের লামখাগা পাসে আটকা পড়া ১১ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ জনের একটি দল সেখানে আটকা পড়লে অভিযান শুরু করে ভারতীয় বিমান বাহিনী। বাকীদের উদ্ধারে ১৭ হাজার ফুট উচ্চতায় অভিযান চালানো হচ্ছে। খবর এনডিটিভি।

লামখাগা পাস উত্তরাখন্ডের অন্যতম দুর্গম এলাকা। এই এলাকা পেরিয়েই উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে চলে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায়। সেখানেই ট্র্যাক করতে গিয়েছিল ১৭ জনের দলটি। তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর পথ হারান তাঁরা। অভিযাত্রী ছাড়াও সে দলে ছিলেন স্থানীয় গাইড (নির্দেশক) এবং পোর্টার।

উদ্ধারকারী দল বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৭০০ ফুট উঁচুতে ৪টি মরদেহ পায়; একইদিন ১৬ হাজার ৮০০ ফুট উঁচু থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার ১৬ হাজার ৫০০ ফুট উঁচু থেকে আরও ৫টি মৃতদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও দুইজনের মরদেহ পাওয়া যায়।

মরদেহগুলো স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জীবিত উদ্ধার দুইজনকে হারসিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উত্তরকাশির হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম