বিএনএ বিশ্ব ডেস্ক: প্রায় দুই বছর পর ইরানের রাজধানী তেহরানে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে। করোনা মহামারি শুরুর পর ইরানে যে কোনো জমায়েতের ওপর নিষেধাজ্ঞা ছিল। প্রায় ২০ মাস পর শুক্রবার দেশটিতে জুমার নামাজের অনুমতি মেলে।
তেহরান ইউনিভার্সিটিতে জুমার নামাজ আদায়ের আগে দেওয়া বক্তব্যে ইমাম মোহাম্মদ জাভেদ হজ আলি আকবরি বলেছেন, ‘আজ আমাদের জন্য অত্যন্ত মধুর দিন। বিধিনিষেধ ও বঞ্চনার পর আমাদের জুমার নামাজ ফিরিয়ে দেওয়ার জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাই।’
জুমার নামাজ আদায়ের অনুমতি দিলেও মসজিদে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা ও মাস্ক পরে আসার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রাজধানী তেহরান ছাড়াও অন্যান্য শহরে শুক্রবার জুমার নামাজ আদায় হয়েছে বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম।
ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী নতুন করে সংক্রমণ বিস্তারের আশঙ্কার কথা জানিয়েছেন। তবে মহামারির ষষ্ঠ ঢেউ সামাল দিতে কর্তৃপক্ষ যথাযথভাবে প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিএনএনিউজ২৪/এমএইচ