ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, নিউ মিডিয়ার উপযোগী করে বেতারে বৈচিত্র্যময় অনুষ্ঠান তৈরি করতে হবে। বেতারের অনুষ্ঠান যত যুগোপযোগী হবে, বেতার ততো জনগণের কাছাকাছি যেতে পারবে। বেতারকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিষয়ে নির্মোহভাবে প্রচার করতে হবে। বেতারের অনুষ্ঠান তৈরিতে রাষ্ট্রের স্বপ্ন ও জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার আগারগঁওয়ে বেতার ভবনে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বেতারে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা প্রচারের পাশাপাশি জনগণের জীবনের গল্প প্রচারের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বেতারের সংস্কার প্রস্তাব প্রণয়ন করে তা দ্রুত উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া, অতিরিক্ত মহাপরিচালক মোঃ ছালাহ্ উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক এ এস এম জাহীদ ও প্রধান প্রকৌশলী মুনীর আহমদ বক্তব্য দেন। বাংলাদেশ বেতারের কার্যক্রম ও সাংগঠনিক কাঠামো বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম।
মতবিনিময় সভা শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাতীয় বেতার ভবন আধুনিকায়ন ও ডিজিটাল স্টুডিও-সহ মাস্টার কন্ট্রোল রুমের উদ্বোধন করেন এবং বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগের স্টুডিও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে বেতারে সাক্ষাৎকার দেন।
বিএনএ, এসজিএন