26 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - অক্টোবর ৯, ২০২৪
Bnanews24.com
Home » গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সংশোধিত গণবিজ্ঞপ্তি

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সংশোধিত গণবিজ্ঞপ্তি

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে

ঢাকা (২৩ সেপ্টেম্বর): মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ আগস্ট প্রকাশিত গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির গণবিজ্ঞপ্তির  প্রজ্ঞাপনটি রহিত করে ১৫ সেপ্টেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপনের আলোকে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট  পর্যন্ত সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে, সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি-সমষ্টি কর্তৃক ‘আয়না ঘর’ বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের সনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম করা হয়েছিল তা নির্ধারণ করার যাবতীয় কার্যক্রম গ্রহণ ও অনুসন্ধানের দায়িত্ব গুম সংক্রান্ত কমিশনকে প্রদান করা হয়েছে। তাই প্রচারিত গণবিজ্ঞপ্তিটি আংশিক সংশোধনক্রমে অভিযোগনামা দাখিলের সর্বশেষ তারিখ ও সময় নুতন প্রজ্ঞাপনের মাধ্যমে পুন:নির্ধারণ করা হলো।

বিগত ১৫ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে সর্বশেষ ১০ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত লিখিতভাবে অভিযোগ দাখিল করতে পারবেন। তবে বর্ণিত সময়সূচি অনুযায়ী অভিযোগ দাখিলের ক্ষেত্রে হটলাইনের মাধ্যমে এপোয়েন্টমেন্ট নেয়ার অনুরোধ করা হলো। যোগাযোগের হটলাইন নম্বর: ০১৭০১৬৬২১২০, ০২-৫৮৮১২১২১, ই-মেইল: [email protected]

প্রতিটি অভিযোগনামায় অন্যান্য তথ্যাদিসহ অভিযুক্ত গুমের ঘটনার সুনির্দিষ্ট বিবরণ, ঘটনার স্থান, তারিখ সময়, অভিযোগকারী ও তাঁর পিতা-মাতার নাম, ভিকটিমের নাম ও তাঁর পিতা-মাতার নাম, ভিকটিমের সাথে অভিযোগকারীর সম্পর্ক, অভিযোগকারী ও ভিকটিমের ডাক-ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল এবং অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তি বা সংস্থার নাম-ঠিকানা ইত্যাদি অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়া, অভিযোগনামায় বর্ণিত গুমের ঘটনার সমর্থনে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণাদি, সাক্ষীদের নাম-ঠিকানার তালিকাসহ অভিযোগকারী ও ভিকটিমের জাতীয় পরিচয়পত্র (যদি থাকে) দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। এ কমিশন পরবর্তীতে প্রয়োজনবোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তাঁর প্রতিষ্ঠান বা সংস্থার সাথে যোগাযোগক্রমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

উল্লেখ্য, দেশের গুম সংক্রান্ত ঘটনার তথ্য সংগ্রহসহ নানাবিধ কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ পূর্বক এ কমিশনের প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ