27 C
আবহাওয়া
৪:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

টেকনাফে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ১৩ ঘণ্টা পর মোহাম্মদ রাসেল (২০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী নৌঘাট থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মোহাম্মদ রাসেল বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার ইসহাক আহমদের ছেলে।

ওসি বলেন, রোববার সন্ধ্যায় মোহাম্মদ রাসেল স্থানীয় কয়েকজন জেলের সঙ্গে ভাসা জাল নিয়ে জাহাজপুরা নৌঘাট সংলগ্ন সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে তিনি স্রোতের টানে ভেসে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য জেলেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

সোমবার সকালে শিলখালী নৌঘাট সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পান স্বজনরা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার মরদেহ নিজ বাড়িতে রয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন,ওজি/হাসনা


শিরোনাম বিএনএ