বিশ্ব ডেস্ক: আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলে তিনি আর ভোটে দাঁড়াবেন না। স্থানীয় সময় রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এমনটি জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রেসিডেন্ট নির্বাচনে এবার সফল না হলে চার বছর পর আবার ভোটে লড়বেন কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘না, আমি তেমনটি মনে করি না। মনে হচ্ছে, এবারই হবে। আমরা সফল হব।’
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন জনমত জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এদিকে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ২০১৯ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর ভোট জালিয়াতি এবং নির্বাচনের ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলেছিলেন ট্রাম্প।
বিএনএনিউজ২৪/ এমএইচ