26 C
আবহাওয়া
৯:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » এশিয়ান গেমসের উদ্বোধন আজ

এশিয়ান গেমসের উদ্বোধন আজ

এশিয়ান

স্পোর্টস ডেস্ক: চীনের শহর হ্যাংজুতে আজ ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন। হ্যাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন।

গেমসের শহর নানা রংয়ে ফুলে ফুলে সেজেছে। কেমন প্রস্তুতি হয়েছে তা দেখার জন্য এরই মধ্যে চূড়ান্ত ড্রেস রিহার্সাল হয়ে গেছে। সাড়ে ১২ হাজার অ্যাথলেটস, ৪৫ দেশ, ৪৮১ ইভেন্টেস। পোডিয়াম অপেক্ষা করছে সেরা ক্রীড়াবিদদের জন্য। সবার স্বপ্ন পোডিয়ামে দেশের জাতীয় সংগীত বেজে উঠবে। ৫৪টা কমপিটিশন ভেন্যু নির্মাণ করেছে চীন। যেসব ভেন্যুতে খেলা হবে সবগুলোতে খেলাধুলার আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এশিয়ার ক্রীড়াবিদরা এসে দেখে যাবে চীন খেলাধুলায় কতোটা এগিয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চীনের এগিয়ে যাওয়া এখন ঈর্ষণীয় পর্যায়ে।

গেমস ভিলেজ নামে গড়ে তোলা আবাসন, যেখানে ক্রীড়াবিদ কোচ কর্মকর্তারা অবস্থান করবে। উচ্চ পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। গেমস ভিলেজে হাজারো রকমের খাবার রাখা হয়েছে। যার যেটা পছন্দ, পাতে তুলে নিচ্ছে। বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার ক্রীড়াবিদদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য গেমস ভিলেজের ভেতরে নানা আয়োজন করছে চীন। এবার নিয়ে তৃতীয় বার এশিয়ান গেমসের আয়োজক চীন।

এশিয়ান গেমসে এবার বাংলাদেশ থেকে ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা মিলে ২৫০ জন অংশগ্রহণ করছে। এর বাইরে পর্যবেক্ষক নামে রয়েছে আরো অনেকে। ১৭টি ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ। পদক জয়ের সম্ভাবনা খুব কম। বাংলাদেশ থেকে ক্রীড়াবিদরা চীনে যাওয়ার আগে জানিয়ে গেছেন তারা ভালো খেলতে চান। এর মধ্যেও যাদের নিয়ে সম্ভাবনা সেই তালিকায় রয়েছে আরচারি, শুটিংসহ বেশ কিছু মাইন্ড গেম।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ