19 C
আবহাওয়া
১:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে আজ কোথায় কী?

বিএনএ, ঢাকা: রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। শনিবার (২৩ সেপ্টেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

রাষ্ট্রপতির কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ আয়োজিত ‘৬ষ্ঠ জাতীয় সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ওবায়দুল কাদেরের কর্মসূচি
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া সন্ধ্যা ৬টায় এয়ারপোর্টের সিআইপি গেইটে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।

এফডিসিতে কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি)। সকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সালমান এফ রহমানের কর্মসূচি
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকাল ১০টায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ অনুষ্ঠান হবে।

আরও পড়ুন: আজ মীনা দিবস

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ