25 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নারী এশিয়া কাপের সূচি ঘোষণা

নারী এশিয়া কাপের সূচি ঘোষণা

নারী এশিয়া কাপ: পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

বিএনএ, ক্রীড়া ডেস্ক : চার বছর পর নারী এশিয়া কাপ দিয়ে বাংলাদেশে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী ১ অক্টোবর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে বাংলাদেশে হবে নারী এশিয়া কাপ। ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

নারী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এসিসি। এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। চা বাগান বেষ্টিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিনের আলোয়।

স্বাগতিক বাংলাদেশসহ ৭টি দল টুর্নামেন্টে অংশ নেবে। বাংলাদেশ ছাড়া অন্য দলগুলো হচ্ছে থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

নারী এশিয়া কাপ: পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
নারী এশিয়া কাপ: পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। পরে ৩ অক্টোবর পাকিস্তান, ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ১১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ দল। ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ।

প্রতিদিন সকাল ৯টা ও দুপুর দেড়টায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লিগের পর সেরা চার দল খেলবে সেমিফাইনালে। ১৩ অক্টোবর একই দিনে হবে দুটি সেমিফাইনাল।

নারী এশিয়া কাপের সর্বশেষ আসর বসেছ ২০১৮ সালে। মালয়েশিয়ায় ওয়ানডে ফরম্যাটের ওই আসরের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ