25 C
আবহাওয়া
২:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু

টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু

ট্রাকচাপায় মৃত্যু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে ট্রাকের চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (১৯) এবং তার দুই মাস বয়সী ছেলে মো. আসওয়াত। তবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী অটোরিক্সাকে একটি মিনিট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক নারী ও তার শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে ট্রাক চালক ও সহকারী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ