18 C
আবহাওয়া
৭:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে একদিনেই চলে গেলেন দুই বীর মুক্তিযোদ্ধা

ধামরাইয়ে একদিনেই চলে গেলেন দুই বীর মুক্তিযোদ্ধা

ধামরাইয়ে একদিনেই চলে গেলেন দুই বীর মুক্তিযোদ্ধা

বিএনএ,সাভার : ঢাকার ধামরাইয়ে একদিনেই মারা গেছেন রণাঙ্গনের দুই সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (৮০) ও ফারুক আহমেদ (৭০)।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে তারা মারা যান বলে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান।

মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বাউজা গ্রামের বাসিন্দা। তিনি বকচর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কুশুরা গ্রামের বাসিন্দা। তিনি গত কয়েকবছর ধরেই চোখের সমস্যায় ভুগে অন্ধ হয়ে গেছিলেন।

কমান্ডার আব্দুর রহমান বলেন, তারা দুইজনই আমাদের রণাঙ্গনের সহযোদ্ধা ছিলেন। ধামরাইয়ে কালামপুর, কুশুরা, আমছিমুরে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন তারা।

তিনি আরও জানান, বার্ধক্যজনিত কারণে একে একে সবাই চলে যাচ্ছেন। আজকেও আমরা দুইজনকে হারালাম। তাদের শ্রদ্ধায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী ও ঢাকা থেকে পুলিশের বিশেষ দল এসে গার্ড অফ অনার দেয়। পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ