25 C
আবহাওয়া
৬:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে সেনা-গেরিলা ভয়াবহ সংঘর্ষ,নিহত ৪

মিয়ানমারে সেনা-গেরিলা ভয়াবহ সংঘর্ষ,নিহত ৪


বিএনএ, বিশ্বডেস্ক :ভারত সীমান্তবর্তী মিয়ানমারের একটি শহরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে গেরিলাদের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় চারজন বেসামরিক নাগরিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন।এ ছাড়া হাজার হাজার লোক ওই এলাকা থেকে পালিয়ে গেছে। মিয়ানমারের চীন রাজ্যের থান্টলাং শহরে মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। প্রচণ্ড গোলাগুলির কারণে শহরের বহুসংখ্যক ঘরবাড়িতে আগুন লেগে যায়।

সালাই থাং নামে একজন কমিউনিটি লিডার জানিয়েছেন, সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন।অনেকে ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন।
উল্লেখ্য,গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান  সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়েছে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।#
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ