24 C
আবহাওয়া
৪:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবি  

নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবি  

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা?

বিএনএ ক্রীড়া ডেস্ক: আগামি ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিবি)র নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) নির্বাচনের তফসিল আগেই ঘোষণা করা হয়। এবারে এই নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবি।

বুধবার (২২ সেপ্টেম্বর) ১৭১ জন কাউন্সিলরের এই তালিকা প্রকাশ করে বিসিবি। এই তালিকায় কোনো আপত্তি থাকলে বৃহস্পতিবারের (২৩ সেপ্টেম্বর) মধ্যে তা মীমাংসা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিন শ্রেণি থেকে ১৭৪ জন কাউন্সিল হওয়ার কথা। তবে, এখন পর্যন্ত খসড়া ভোটার তালিকায় এই সংখ্যা ১৭১ জনে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল শিক্ষা বোর্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে এখনও কাউন্সিলরের নাম দেয়া হয়নি। ফলে এই তালিকায় তাদের প্রতিনিধিদের নাম নেই। এ কারণেই বোর্ড সভা শেষে ১৭১ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ