বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় তিন মুদির দোকানদারকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(২৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অধিক মূল্যে পণ্য বিক্রি করায় তিন দোকানদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন দোকানে পেঁয়াজ, চিনি, ডিম, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/বাবর মুনাফ/ হাসনাহেনা