18 C
আবহাওয়া
১:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » ফেসবুক লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা

ফেসবুক লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা

প্রবাস

বিএনএ প্রবাস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আজমানে মুহাম্মদ খায়রুল বাশার রানা (৫৫) নামে এক প্রবাসী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। সোমবার (২২ আগস্ট) আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ওই প্রবাসী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের মৃত বদিউল আলমের ছেলে। সংযুক্ত আরব আমিরাতের লাকী রাউন্ড নামক এলাকার একটি ভাড়া বাসার কক্ষে ভাড়ায় থাকতেন।

জানা গেছে, ফেসবুক লাইভে এসে তার মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেন। রফিকের বিরুদ্ধে তার দোকান ও টাকা আত্মসাতের অভিযোগ তুলেন।

এ ঘটনায় নিহত খায়রুলের ভায়রা ভাই বখতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বাশার আত্মহত্যার আগে ফেসবুক লাইভে তার মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেছেন। দুবাইয়ে রফিকের সাথে বাশারের মোবাইলে ফোনের যৌথ ব্যবসা ছিল। কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। রফিক দোকানটি দখল এবং বশরের গাড়ির চাবি নিয়ে বাশারকে মারধরও করা কথা লাইভে উল্লেখ করেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ