19.5 C
আবহাওয়া
৫:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরার একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মোহাম্মদ মেসবাহ(২৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উত্তরার ৬নম্বর সেক্টরের কোচিং সেন্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার(২৩ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মেসবাহ’র সহপাঠীরা জানান, বেশকিছু দিন ধরেই সে বিষণ্নতায় ভুগছিল। তবে তাদের ধারনা প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে । গত কয়েক মাস ধরে সে মেয়েদের সহ্য করতে পারছিল না। তারা আরও বলেন, মেসবাহ ২০১৭–১৮শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, করোনার আগে তিন ভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করে সেখানে তিন ভাই একসঙ্গে থাকত। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন মেসবাহ।আমরা ধারনা করছি তিনি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্তদের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি জেনেছি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। মেডিকেলে আমাদের প্রতিনিধি গেছেন।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ