বিএনএ, ঢাকা : চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২শে জুলাইয়ের পরীক্ষা ১৭ই অগাস্ট এবং ২৪শে জুলাইয়ের পরীক্ষা ১৯শে অগাস্ট নেওয়া হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নতুন এ সময়সূচি জানানো হয়েছে।
এর আগে দুপুরে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছিলেন যে স্থগিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪শে জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
বিএনএনিউজ/এইচ.এম।