বিএনএ, চট্টগ্রাম : ব্যবসায়ী প্রতিষ্ঠান পোর্টল্যান্ড গ্রুপে এক সিনিয়র কর্মকর্তার পদোন্নতি ও দুই কর্মকর্তার যোগদান উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই ) বিকেলে চট্টগ্রামের বারিক বিল্ডিংস্থ পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এজিএম (একাউন্টস) পদে প্রমোশনের জন্য হারুনুর রশিদকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া নতুন দুই কর্মকর্তাকে অভিনন্দন জানানো হয়।
সভায় উপস্থিত থেকে এমপ্লয়ীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক নুরুল হোসাইন খোকা, পরিচালক ও বিএনএ’র প্রকাশক জাকির হোসেন, পরিচালক মোজাম্মেল বিন শফি ওপেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএফও যুবব্রত মজুমদার, ব্যপস্থাপক মাঈনুদ্দীন লিটন, চীফ সুপারভাইজার এরশাদ উল্লাহ, এডমিন ইনচার্জ জাফর ইকবাল, আনোয়ার হোসেন , সহকারী ব্যপস্থাপক রিজওয়ানুল হক প্রমুখ।
সম্মাননা সভায় প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও উন্নতি কল্পে কর্মকর্তা ও কর্মচারীদেরকে সততা ও দায়িত্ববোধের সাথে কাজ করার আহবান জানান ডিরেক্টরবৃন্দ।
বিএনএ/ ওজি