34 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - জুলাই ২৩, ২০২৫
Bnanews24.com
Home » নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ, হাইকোর্টের রুল

নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ, হাইকোর্টের রুল


বিএনএ ঢাকা: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে  শিক্ষার্থী হতাহতের ঘটনায় হাইকোর্ট ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ একাধিক নির্দেশনা দেন।

এতে বলা হয়েছে, নিহত শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

একইসঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের মোবাইল নম্বর এবং রক্তের গ্রুপ সংযুক্ত করতে শিক্ষা সচিবকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদালত আরও নির্দেশনা দিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে ৭ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি আহতদের দেশে-বিদেশে সরকারি খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা হতাহত হন। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ