15 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


বিএনএ, জাবি: অনতিবিলম্বে আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রোববার (২৩ জুলাই) রাত পৌনে ৮টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শেখ হাসিনা, প্রীতিলতা ও খালেদা জিয়া হলের অর্ধ শতাধিক ছাত্রী।

এর আগে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভনের সামনে এসে শেষ হয়। অবিলম্বে আবাসিক হলে আসন বরাদ্দের দাবি জানায় তারা।

আন্দোলনরত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ‘আমরা ৯৫ জন ছাত্রী একসাথে গণরুমে থাকি। তীব্র গরমে গণরুম থেকে দুর্গন্ধ বের হয়। মশার কামড়ে ইতোমধ্যে কয়েকজন ছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়া অনেকজন সর্দি-কাশিতে ভুগছে। তাই অবিলম্বে হলে সিট বরাদ্দ চাই।’

ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০তম ব্যাচের ছাত্রী মোহছানা মীম বলেন, ‘দেড় বছর ধরে গণরুমে আছি, অথচ এখনো হলে সিট পাইনি। বর্ষাকালে গণরুমে পানি উঠে, গরম কালে দুর্গন্ধে থাকা যায় না। আমরা দ্রুত হলে সিট চাই।’

এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কর্মসূচির খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন।

খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন সুলতানা বলেন, ‘ছাত্রীদের সমস্যা নিয়ে তো আমার সঙ্গে আগে বলতে হবে। আমরা তাদের সমস্যা সমাধান করে দিব। কিন্তু তা না করে উপাচার্যের বাসভবনের সামনে চলে এসেছে। আমরা সংকট দূর করার জন্য চেষ্টা চালাচ্ছি।’

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমরা তোমাদের সিট সংকট দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু লোকবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না। আমরা বিভিন্ন হল থেকে লোকবল নিয়ে নতুন হল চালু করেছি। ইতোমধ্যেই ছাত্রীরা নতুন হলে উঠেছে। তাদেরও সিটের ব্যবস্থা হবে। ধৈর্য্য ধরতে হবে।’

তবে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা হল প্রভোস্টের সঙ্গে কোন প্রকার আলোচনা করবে না বলে জানিয়েছে। সর্বশেষ রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে।

বিএনএ/ সানভীর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ