24 C
আবহাওয়া
১২:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নিয়ে নানাগুঞ্জন

বিএনএ, নেত্রকোণা : নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুলাই) বিকালের দিকে তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই উপজেলার কৈলাটি ইউনিয়নের বিষমপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মো: সাইদুল ইসলাম (৩২) ও তার স্ত্রী আফসানা (২৫)। কলমাকান্দা উপজেলার সিধলী পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে সাইদুল ইসলাম ও তার স্ত্রী আফসানা স্টিলের একটি আলমারী ধরাধরি করে বসতঘরের এক পাশে গুছিয়ে রাখতে যায়। এসময় অসাধাবধানতা বশত: আলমারী রাখার স্থানের পাশের ওয়ালে থাকা বিদ্যুতের তার খুলে নিচে পড়ে যায়। ফলে আলমারিটি বিদ্যুতের বোর্ডে লেগে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং দাউদূল দম্পতির মুত্যূ ঘটে।

বিএনএনিউজ/ ফেরদৌস আহমাদ বাবুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন